আমার খুব প্রিয় ১টা দিন . . .!

আমার খুব প্রিয় একটি দিন।
ঝুম বৃষ্টি।
একটি রিকশা।
নীলখেতের রাস্তা।

আরেকদিন বৃষ্টি ছিলো।
দুটো নীল লিসিয়ান্থাস, কেননা নীল গোলাপ আমার ভীষণ প্রিয়।

এভাবেই বৃষ্টির সাথে খারাপ স্মৃতিগুলো কাটিয়ে অনেকগুলো ভালো স্মৃতি দিয়ে জীবন ভরিয়ে দেওয়ার নামই হয়তোবা ভালবাসা।

Leave a Comment

Scroll to Top