সহজ বসন্ত গুলো শেষ হয়ে জটিল বসন্ত আসে,
বয়স বেড়ে বেঁচে থাকার সময় কমে
দিন শেষে সন্ধ্যা নেমে মধ্যরাত পেরিয়ে কখন যেন আবার গভীর রাতও শেষ হয়,
বয়স বেড়ে বুড়োর দলে নাম উঠে
স্বপ্ন বাস্তবের ব্যবধান কমে জীবনের ব্যবচ্ছেদও ঘটে।
গ্রামের মেঠোপথ পেরিয়ে শহরের অলি গলির কোলাহল পেছনে রেখে এক টুকরো আকাশে একখানা রাত্রির চন্দ্রযাপনেই জীবনও দেখতে দেখতে কখন যেন আটকা পড়ে!!!
সময়ের গতি বাড়ে
প্রাপ্তির খাতায় শূন্য জমে
অপ্রাপ্তিরা আওয়াজ তোলে
বর্তমান সব অতীতের স্রোতে গা ভাসায়
রাতগুলোও আর থেমে থাকেনা।
বাবার কাধের জোর কমে
মায়ের হাতের স্পর্শের দামে আগুন লাগে
ভাই, বোন, বন্ধুর সম্পর্কগুলোর দুরত্ব বাড়ে
প্রিয়তমার ঠোটের স্পর্শের স্মৃতি ঝাপসা হয়
আর গম্ভীর থেকে গম্ভীর তার থেকে আরো গম্ভীর হয়ে রাতগুলোর দৈর্ঘ্য বাড়ে।
দুরত্ব বাড়ে, কষ্ট বাড়ে, অপ্রাপ্তির হিসেব বাড়ে, শূন্যতা বাড়ে, বয়স বাড়ে,
এভাবে সবই শুধু বাড়ে
মৃত্যুর ওপারে পার হওয়ার সময়টাই শুধু কমে!!!
২৫-০৫-২০২১
বুধবার